বেকার সমস্যা !

বেকার সমস্যা !

একটি রাষ্ট্রের প্রধান কিছু সমস্যার মধ্যে বেকার সমস্যা অন্যতম। এটি একজন বেকার মানুষের জন্য বড় ধরনের একটি অদৃশ্য অনুভূতির ন্যায় একটি বড় অভিশাপ।

কজন মানুষ যখন তার বেকার জীবনে পা দেয় তখন তার হৃদয়ের অসহায়ত্বের অনুভূতি সে নিজেই কেবল অনুভব করতে পারে। পৃথিবীর সব মানুষই তার জীবনকে সুন্দরভাবে সাজাতে চায়। চায় একটি স্থায়িত্ব জীবনের ভিত্তিস্থাপন।

ঠিক এই জটিলতার সময়ের সম্মুখে দাড়ীয়ে অনেকই তা জয় করতে পারে আবার অনেকের পক্ষেই তা সহজে দূর করা কষ্টসাধ্য হয়ে ওঠে । আর যারা পারেন না তারা নানাধরণের প্রতারনা আর ছলনার ছোবলে পরেন। এ বিষয়টি সত্যিই আমাদের জন্য অনেক বড় অসহায়ত্ব এবং লজ্জার।

তাই এসব অজানা প্রতারনা এবং লজ্জা থেকে এড়িয়ে চলতে প্রথমে আমাদের নিজেদের; নিজেকে জানতে হবে। নিজের অবজ্ঞা এবং অজ্ঞতাকে বুঝতে হবে। যাতে নতুন করে আর যেন মিথ্যা আশায় প্রতারনার স্বীকার হতে না হয়।

কারণ দোষ এবং গুণ আমাদের একান্তই নিজের তা কখনই অন্যের নয়।

সুতরাং নিজেকে সুদ্ধ করবো আর সেইসাথে প্রতারকদেরকেও সুযোগ না দেব!