জানা অজানা

জানা অজানা

আপডেট তথ্য

১.কোন দেশের গবেষকেরা প্রথমবারের 'Diabetes type-2' মতো  নিরাময়ের উপায় উদ্ভাবন করেছে?
উঃ অস্ট্রেলিয়ান গবেষকরা

২.কারখানা চীন থেকে ভারত কিংবা বাংলাদেশে সরিয়ে পণ্য উৎপাদন করলে দেশের শিল্পোদ্যোক্তাদের ভর্তুকি দেয়ার ঘোষণা দিয়েছে?
উঃ জাপান

৩.প্রশান্ত মহাসাগরীয় ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র পালাউ তাদের ভূখণ্ডে সামরিকঘাঁটি স্থাপনের জন্য কোন দেশের প্রতি আহ্বান জানিয়েছে?
উঃ যুক্তরাষ্ট্র

৪.জাতিসংঘের Food and Agriculture Organization (FAO) পরবর্তী ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের আয়োজন করবে কোন দেশ? 
উঃ বাংলাদেশ ;২০২২ সালে অনুষ্ঠিত হবে 

৫.জাতিসংঘের Food and Agriculture Organization (FAO) পরবর্তী ৩৫তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের আয়োজন করেছে কোন দেশ? 
উঃ ভুটান ; ১-৪ সেপ্টেম্বর (ভার্চুয়ালি অনুষ্ঠিত)

৬.চীনের বর্তমান দায়িত্ব প্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর নাম কি?
উঃ উই ফ্যাং 

৭.কাফালা পদ্ধতি কী?
উঃ কোনো এক ব্যক্তির অধীন বিদেশি শ্রমিকদের নিয়োগ দেওয়াই হলো কাফালা পদ্ধতি।

৮.'Beagle Boys' কোন দেশের হ্যাকার গ্রুপ? 
উঃ উত্তর কোরিয়া

৯. Lankan Alliance Finance(LAF)-র নতুন CEO হিসাবে কে দায়িত্ব পেয়েছেন?
উঃ কান্তি কুমার সাহা

১০.সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ 'Black Top' কোন দুই দেশের মধ্যবর্তী বিরোধপূর্ণ অঞ্চল?
উঃ চীন-ভারত ; বর্তমানে ভারত নিয়ন্ত্রিত

১১. Shanghai Cooperation Organisation (SCO) এর পররাষ্ট্রমন্ত্রীদের ২০২০ সালের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উঃ মস্কো, রাশিয়া; ১০ সেপ্টেম্বর, ২০২০ থেকে শুরু