আপডেট তথ্যঃ
১.সম্প্রতি কাকে ফেসবুকের বাংলাদেশ বিষয়ক 'Public Policy Manager(PPM)' হিসাবে দেওয়া হয়েছে?
উঃ সাবহানাজ রশীদ দিয়া
২.ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কে আন্তর্জাতিক ফুটবল ম্যাচে একশ গোল কিংবা তার বেশি গোল করেছেন?
উঃ ক্রিস্তিয়ানো রোনালদো(১০১টি); ১ম-আলি দাইর (১০৯টি),ইরান
৩.সম্প্রতি কোন দেশের ভাইস প্রেসিডেন্টকে লক্ষ্য করে বোমা হামলা করা হয়েছে এর ফলে উনার মুখ সামান্য পুড়ে গেছে?
উঃ ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ;আফগানিস্তান
৪.কোন দেশের বৃহত্তম 'মোরিয়া অভিবাসী শিবির'রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় আশ্রয় কেন্দ্রটি সম্পূর্ণ পুড়ে গেছে?
উঃ লেসবস দ্বীপ অবস্থিত আশ্রয়কেন্দ্র, গ্রিস
৫.দাবানলে যুক্তরাষ্ট্রের কোন শহরের প্রায় ৮০% বাড়িঘর এবং ডাকঘর, সিটি হল, লাইব্রেরি ও ফায়ার স্টেশন পুড়ে গেছে?
উঃ মলডেন শহর
৬.জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন অভিযোগ তুলে অস্ট্রেলিয়ার এক সাংবাদিককে গত কয়েক সপ্তাহ ধরে আটকে রেখেছে কোন দেশ?
উঃ চীন ; আটকৃত চেং লেই, CGTN টেলিভিশনের উপস্থাপক
৭.ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত আগামী কত সেপ্টেম্বর হোয়াইট হাউসে ঐতিহাসিক শান্তিচুক্তিতে স্বাক্ষর করবেন?
উঃ ১৫ সেপ্টেম্বর ২০২০
৮.IMF'র মতে চলতি ২০২০ সালে বিশ্বের অর্থনীতি কত শতাংশ সংকুচিত হবে?
উঃ ৩% ;বিশ্ব GDP'র লোকসান হবে - প্রায় ৯ ট্রিলিয়ন ডলার
৯.’ BlackPack 'কোন দেশের সামাজিক জোট?
উঃ যুক্তরাষ্ট্র
১০.সম্প্রতি রাশিয়ার কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠা দ্বিতীয় করোনা টিকা উৎপাদন করেছে?
উঃ Vector Institute
১১.'Sudan Revolutionary Front(SRF)' কি ধরনের সাংগঠনিক জোট?
উঃ দেশটির ৫টি বিদ্রোহী গ্রুপ এবং ৪টি রাজনৈতিক সংগঠনের জোট
১২.সুদান সরকার ও বিদ্রোহী সংগঠন 'SRF'র মধ্যে ঐতিহাসিক শান্তিচুক্তি হতে যাচ্ছে কত তারিখে?
উঃ ২রা অক্টোবর ২০২০