এক নজরে বাজেট ২০২০-২১
১. ২০২০-২১ অর্থ বছরের কত তম বাজেট? - ৫০ তম।
২. ২০২০- ২১ বাজেট ঘোষণা করা হয় কত তারিখে?
- ১১ জুন ২০২০।
৩. বাজেট ঘোষকের নাম কি?
- অা হ ম মুস্তফা কামাল (২য় বাজেট)
৪. ২০২০-২১ বাজেট কত তারিখে পাশ হয়?
- ৩০ জুন ২০২০।
৫. ২০২০- ২১ বাজেট কত তারিখে কার্যকর হয়?
- ১ জুলাই ২০২০।
৬. ২০২০- ২১ অর্থবছরের বাজেটের অাকার কত?
- ৫,৬৮,০০০ হাজার কোটি টাকা। ( জিডিপির -১৭.৯১%,)
৭. ২০২০-২১ বাজেটের সামগ্রকিক অায় ( রাজস্ব+ অনুদানসহ) কত ?
- ৩,৮২,০১৩ কোটি টাকা। (জিডিপির ১২.০৪%, বাজেটির -
৬৭.২৬ %)
৮. ২০২০- ২১ বাজেটে রাজস্ব অায় কত?
- ৩,৭৮,০০০ কোটি টাকা ( জিডিপির ১১.৯২%, বাজেটের - ৬৬.৫৫%) ।
৯. ২০২০- ২১ অর্থ বছরে সামগ্রিক ঘাটতি বাজেট কত?
-১,৮৫,৯৮৭ কোটি টাকা। (জিডিপির ৫.৮৭%, বাজেটের ৩২.৭৫%) ।
১০. বাষিক উনৃনয় কমর্সূচী (ADB) কত টাকা?
-২,০৫,১৪১ কোটি টাকা। ( জিডিপির ৬.৪৭%,বাজেটের ৩৬.১২%) ।
১১. ২০২০-২১ অর্থবছরে অনুমতি জিডিপি কত?
- ৮.২ %।
১২. বাজেটে অনুমিত মূল্যস্ফিতি কত?
- ৫.৪ %।
১৩. ২০২০-২১ বাজেটে সর্বোচচ বরাদ্দ কোন খাতে?
- জনপ্রশাসন খাতে। ( ১,১৩,১৬০ কোটি টাকা, মোট বাজেটের ১৯.৯ %)
১৪. ২০২০-২১ শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ কত?
- ৮৫,৭৬২ কোটি টাকা। ( মোট বাজেটের ১৫.১ %)।
১৫. ২০২০-২১ বাজেটে সাধারণ কর মুক্ত অায় সীমা কত?
- ৩,০০০০০ টাকা।
১৬. ২০২০-২১ বাজেটে সর্বোচ্চ করহার ৩০% থেকে কমিয়ে কত করা হয়েছে।
-২৫ %।
১৭. কর্পোরেট কর ৩৫ % কমিয়ে কত করা,হয়েছে?
- ৩২.৫ %।
১৮. বাজেট অাকারে বাংলাদেশ বিশ্বে কত তম?
- ৬৪ তম ( ১ম যুক্তরাষ্ট্র -IMF)
১৯. ২০২০-২১ বাজেটে ৫ টি প্রকল্পে বরাদ্দ কত?
- ৩৮,৪৭৩ কোটি টাকা।
২১. ২০২০-২১ বাজেটে ৭ টি মেগা প্রকল্পে বরাদ্দ কত?
- ৩৪,১১৫ কোটি টাকা।
২২. ২০২০- ২১ বাজেটে করোনা মোকাবিলায় বরাদ্দ কত?
-১০,০০০ কোটি টাকা।
২৩. ২০২০- ২১ বাজেটে কৃষিতে ভর্তুকি দেয়া কত?
- ৯,৫০০ কোটি টাকা।
২৪. ২০২০- ২১ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ হয়?
- ৯৫,৫৭৪ কোটি টাকা। ( নাজেটের ১৬.৮৩ %, জিডিপির ৩.০১%) ।