জানা অজানা

জানা অজানা

ছোট-বড় প্রানীদের বিস্ময়কর কিছু তথ্য জেনে নিন

• হার্মিং বার্ড পাখি পিছনের দিকে উড়তে পারে।

• পুরুষ ব্যাঙই বর্ষাকালে ডাকে আর তা শুনে কাছে আসে স্ত্রী ব্যাঙ।

• কুকুরের চেয়ে বিড়াল টেলিভিশন দেখতে বেশি পছন্দ করে।

• একমাত্র স্ত্রী মশাই মানুষের রক্ত খায়।

• প্রাণীদের মধ্যে বিড়ালই সবচেয়ে বেশি ঘুমায়।(দৈনিক 18 ঘন্টা )

• বিড়াল 7 তলা থেকে উল্টেপাল্টে নিচে পড়ে গেলেও মাটিতে পড়ার আগেই ঠিকই সোজা হয়ে পড়ে।

• মাছ চোখ খোলা রেখে ঘুমায়।

• টিকটিকি একসঙ্গে 30 টি ডিম পাড়ে।

• উট পানি না খেয়ে ছয় মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে।

• জিরাফ পৃথিবীর একমাত্র প্রাণী যেকোনো শব্দ করতে পারেনা।কারণ এদের ভোকাল কড নেই। জিরাফের জিহ্বা 1 ফুট 8 ইঞ্চি ও ঘাড় 7 ফুট লম্বা হয়।

• কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে 28,000 গুণ বেশি।

• সিডকা পোকা একটানা 17 বছর মাটির নিচে ঘুমায়।

• একটি মাদি ইঁদুর বছরে 15 হাজারের বেশি ইঁদুরের জন্ম দিতে পারে।ইঁদুর 5 তলা দালানের উপর থেকে নিচে পড়ে গেলেও কোন ব্যথা পায় না।

• মাছি মিনিটে 8 কিলোমিটার উড়তে পারে।

• মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণীর নাম ডলফিন।

•মানুষের আঙুলের ছাপ অন্য মানুষ থেকে আলাদা করে আর কুকুরের বেলায় কুকুরের নাকের ছাপ অন্য কুকুর থেকে তাকে আলাদা করে।

•গিরগিটি একই সময়ে তার চোখ দুটি দুইদিকে নাড়তে পারে।

◆হাতি :হাতি 8 থেকে 9 মন ঘাস-পাতা খেতে পারে।হাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়।এরা দলবেঁধে ঘুরে বেড়ায়।

◆গন্ডার :গন্ডার ঘন্টায় 30 থেকে 40 মাইল বেগে ছুটতে পারে গন্ডার সাঁতার কাটতে পারে।এদের দৃষ্টিশক্তি ক্ষীণ কিন্তু ঘ্রাণশক্তি প্রখর।

◆জিরাফ :প্রাণীদের মধ্যে সবচেয়ে উচ্চতম প্রাণী হলো জিরাফ। যার উচ্চতা প্রায় 18 ফুট। জিরাফ ঘন্টায় 30 মাইলের বেশি বেগে ছুটতে পারে।এরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়।

◆গরিলা :গরিলার প্রিয় খাবার গাছের নরম পাতা আর ফলমূল।গরিলা নিজে আঘাত না পেলে অন্যকে আঘাত করেনা।অথচ এরা প্রচন্ড শক্তিধর কিন্তু শান্ত স্বভাবের।

◆উটপাখি :উটপাখি খুব জোরে ছুটলেও উড়তে পারেনা।এরা ঘন্টায় 60 থেকে 70 মাইল বেগে দৌড়াতে পারে।এরা বালি খুঁড়ে বাসা তৈরি করে।

◆ঘড়িয়াল :ঘড়িয়াল দেখতে অনেকটা কুমিরের মতো। তবে ঘড়িয়ালের মাথা কুমিরের মাথা থেকে চওড়া ও লম্বাটে।

◆প্লাটিপাস :প্লাটিপাস হংস-চক্ষ