অপ-সাংবাদিকতার নামে গাওরা দেখা

অপ-সাংবাদিকতার নামে গাওরা দেখা

গ্রামের জঙ্গলগুলোতে গাওরা নামের একধরনের বনবিড়াল থাকে। যেগুলো নিয়ে মানুষের একটাই ভয় আর সেটা হলো রাতের বেলা মুরগীর খোর (ঘর) থেকে মুরগী  নিয়ে পালিয়ে যাওয়া।

আর এই গাওরার উপদ্রুপ গ্রামে থাকলেও শহরে সেটার দেখা পাওয়া যায় না বল্লেই চলে।  তবে  আমাদের শহরে আধুনিক জীবনে গাওরা না থাকলেও এরূপ রুপি মানুষ এখন ব্যাপকহারে বেড়ে গেছে। 
এরা এক সময় রাস্তার ঘোপে ঘাপে এদের আচরণের কারনে সাধারন মানুষের চর কিল-ঘুষি খেত। 

পরে সেই প্রহারের যন্ত্রণা থেকে বাঁচতে এরা একটা লেবাস গ্রহণ করে সাংবাদিকতার । যা পরে রুপ নেয় 'অপ-সাংবাদিকতার নামে গাওরামো করা'। 

তাই আমাদের সবাইকে বুঝতে হবে সাংবাদিকতা কি? এখানে কাদের অনুশীলন করা উচিৎ। সেইসাথে সবাইকে এখানে পরিত্যাগ করতে হবে অপ-সাংবাদিকতার নামে সাংঘাতিকদের।

মুক্তাদীর ঈমাম
সাংবাদিক এবং সমাজকর্মী।