সাধারণ ধারনা

সাধারণ ধারনা

তথ্যঃ

১.পাট, চিংড়ি ও কাঁকড়া থেকে 'PPE(Personal protective equipment)' তৈরী করেছেন কোন বাংলাদেশী উদ্ভাবক? 
উঃ ড. মোবারক আহমদ খান

২.'Idiyat ahranat' কোন দেশের জনপ্রিয় পত্রিকা? 
উঃ ইসরায়েল 

৩.নিরাপদ ইন্টারনেট ব্যবস্থা চালু করতে ‘The Clean Network’ উদ্যোগ শুরু করেছে কোন দেশ? 
উঃ যুক্তরাষ্ট্র

৪.বাংলাদেশে সর্বোচ্চ রেমিটেন্স আসে কোন দেশ থেকে?
উঃ সৌদি আরব ; ২য়- যুক্তরাষ্ট্র ; ৩য় - সংযুক্ত আরব আমিরাত

৫.WTO-র ‘World Statistical Review 2020' অনুযায়ী, পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কততম? 
উঃ ২য়; শীর্ষ-চীন ; ৩য়- ভিয়েতনাম

৬.সবার আগে করোনার টিকা 'Ad5-Enkov' এর জন্য পেটেন্ট জমা দিলো কোন দেশ?
উঃ চীন 

৭.দক্ষিণ এশিয়ায় স্বাস্থ্যসেবায় মাথাপিছু সরকারি ব্যয়ে বাংলাদেশের অবস্থান কত তম?
উঃ সর্বনিম্ন (৮৮ ডলার);  সর্বোচ্চ– মালদ্বীপ(২০০০ ডলার)

৮.WTO-র 'Human Resource Index 2020' অনুযায়ী ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত তম?
উঃ ১৩৬ তম; শীর্ষ- নরওয়ে ;সর্বনিম্ন-নাইজার

৯.কোন দেশের সাধারণ নির্বাচন করোনা ভাইরাসের কারণে ১ মাসের জন্য পিছিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে?
উঃ নিউজিল্যান্ড ; আগামী ১৯ সেপ্টেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল; নতুন তারিখ -১৭ অক্টোবর

১০.বেলারুশের নিরাপত্তা নিশ্চিতে প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকোকে সামরিক সহায়তার আশ্বাস দিয়েছেন কোন দেশ? 
উঃ রাশিয়া