মুম্বাইয়ের চিকিৎসক করোনা পজিটিভ টিকা নেওয়া পর দু'বার, সর্বমোট তিনবার।

মুম্বাইয়ের চিকিৎসক করোনা পজিটিভ টিকা নেওয়া পর  দু'বার,  সর্বমোট তিনবার।

চিকিৎসক শ্রুষ্টি হালারি। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি হাসপাতালের

চিকিৎসক তিনি ।  এই চিকিৎসক তিনবার করোনায় আক্রান্ত হয়েছেন। এর মাঝে নিয়েছেন করোনার টিকার দুই ডোজ। এরপরও রক্ষা পাননি। তিনবারের মধ্য দুবার করোনায় আক্রান্ত হয়েছেন টিকা নেওয়ার পর। এখন হাসপাতালে ভর্তি হয়ে করোনার বিরুদ্ধে লড়তে হচ্ছে শ্রুষ্টি ও তাঁর পরিবারের সদস্যদের। গত ১৩ মাসের মধ্যেই এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে তার সাথে।

করোনায় আক্রান্ত শ্রুষ্টিকে নিয়ে আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, মুম্বাইয়ের মুলুন্দ এলাকায় বীর সাভাকর হাসপাতালে চিকিৎসাসেবা দেন শ্রুষ্টি। দায়িত্বরত অবস্থায় গত বছরের ১৭ জুন প্রথমবার করোনায় আক্রান্ত হন ২৬ বছর বয়সী এই চিকিৎসক। তবে ওই সময় তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ ছিল। চিকিৎসা নিয়ে অল্প দিনের মধ্যে সুস্থ হন তিনি।