বাংলাদেশের সোয়া ২ কোটি মানুষ করোনা-প্রতিরোধক টিকার আওতায়।

বাংলাদেশের সোয়া ২ কোটি মানুষ করোনা-প্রতিরোধক টিকার আওতায়।

আন্তর্জাতিক মহলের অসহযোগিতা, ধনী-উন্নত দেশগুলোর পরিষ্কার স্বার্থপরতা সত্ত্বেও বাংলাদেশের মতন একটি উন্নয়নশীল দেশ ইতিমধ্যে সোয়া ২ কোটি মানুষকে করোনা-প্রতিরোধক টিকার আওতায় আনতে পেরেছে। টিকা আমদানি নির্ভরতা কমাতে চীনের সাথে যৌথভাবে টিকা উৎপাদনের সমঝোতা স্মারক ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে। 

গতকাল পর্যন্ত দেশে টিকা এসেছে ৩ কোটি ৯ লাখ ৪৩ হাজার ৭২০ ডোজ। এরমধ্যে ২ কোটি ২৪ লাখ ১৩ হাজার ৭৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। আর এ মুহূর্তে টিকা মজুত আছে ৮৫ লাখ ৩০ হাজার ৬৪১ ডোজ। এ পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৬১ লাখ ৫৮ হাজার ৬৭৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬২ লাখ ৫৪ হাজার ৪০২ জন (সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর)।