গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের গিরীধারীপুর গ্রামের চেয়ারম্যান পাড়ার সাবেক ইউপি সদস্য সুলতান আহম্মেদ (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) দিনগত ভোররাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বার্ধক্যজনিত কারণে তিনি বিভিন্ন অসুস্থতায় ভুগে আসছিলেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ২নং গিরীধারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসুল্লির অংশগ্রহণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি, সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ গভীর শোক ও সমবেদনা জানিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান ইসলামসহ স্থানীয়রা পৃথক পৃথক বিবৃতি প্রদান করেছেন।
অপরদিকে; অনুরূপ বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও মহদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, আওয়ামী লীগ দলীয় স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতি প্রদান করেছেন।