রফিক,গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে র্দীঘ ৭ বছর পর চাঞ্চল্যকর শিশু অপহরণ ও হত্যা মামলার অভিযুক্ত ১০ আসামীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে মামলার শুনানি শেষে সকল আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক একেএম শহিদুল আহম্মেদ।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের (পিপি) শাহীন গুলশান নাহার মুনমুন বলেন, অভিযুক্ত প্রধান আসামি আবদুর রাজ্জাক হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিল। কিন্তু তারপরেও সকল অভিযুক্ত আসামীকে খালাস দিয়েছেন আদালত। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানান তিনি।
খালাস পাওয়া আসামি হলেন, আব্দুর রাজ্জাক, কবির হোসেন, রিপন কুমার সাহা, হারুন মিয়া, সুমন মিয়া, মোস্তাফিজার রহমান, মাজেদুল ইসলাম রবিন, লাবলু মিয়া , মিলটন খন্দকার ও মৃণাল চন্দ্র । অভিযুক্ত আসামীরা সকলে সুন্দরগঞ্জ উপজেলার মিরগঞ্জ ও বালাপাড়া গ্রামের বাসীন্দা।
এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আসামি পরে আইনজীবী আবুওয়ালা মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম । তিনি বলেন, এ মামলায় সকল আসামী নির্দোষ প্রমানিত হওয়াই আদালত তাদের বেকুসর খালাস দিয়েছেন ।
মামলা সুত্রে জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার বালাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর শিক্ষক আশেক আলীর ছেলে সাকিবুল ইসলাম শুভকে অপহরণ করা হয়। পরে তার বাবার কাছে ১৫ লাখ মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা । বিষয়টি শুভর বাবা পুলিশকে জালালে ৯জনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শুভকে হত্যার কথা জানতে পারে পুলিম। পরে পুলিশ বালাপাড়া গ্রামের একবিল থেকে শুভর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় শুভর বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।