দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পীরগঞ্জের ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত || চলছে গণনা

দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পীরগঞ্জের ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত || চলছে গণনা

আল কাদরি কিবরিয়া সবুজ, পীরগঞ্জ থেকে ফিরেঃ- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ১১ নভেম্বর বৃহস্পতিবার দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সরেজমিন উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন। এসময় তারা লাইনে হাসিখুশি নিয়ে দাঁড়িয়ে থেকে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বের হন। কোথাও ভোটকেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি চোঁখে পড়ার মতো ছিলো। বিশেষ করে অধিকাংশ কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন ও উপস্থিতি চোঁখে পড়ার মতো। তবে দুপুরের পরপরই কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি কমে আশে আবার কোথাও ভোটকেন্দ্রে ভোটার শূন্য দেখা যায়। অপরদিকে কাবিলপুর ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেস্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা সেখানে ঘটেনি। সেই দিক দিয়ে বলা যায় পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

এদিকে নানা শঙ্কা আর আশংকা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন পর্যবেক্ষকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে মনে করছেন পীরগঞ্জ উপজেলাবাসীসহ সচেতনমহল। তারা আরও বলেন, এ শান্তিপূর্ণ পরিবেশ ফলাফল ঘোষণার পরও যেন থাকে এ প্রত্যাশা করছেন। 

এরিপোর্ট লেখা পর্যন্ত ১০টি ইউনিয়নের ভোট গ্রহণ শেষে চলছে গণনার কাজ।