গোবিন্দগঞ্জে হানিফ পরিবহনের ধাক্কায় অটোরিক্সার ৬ যাত্রী নিহত || চালক আটক

গোবিন্দগঞ্জে হানিফ পরিবহনের ধাক্কায় অটোরিক্সার ৬ যাত্রী নিহত || চালক আটক

বগুড়া-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অদূরে হানিফ পরিবহনের একটি নৈশকোচের ধাক্কায় অটোরিক্সার ৬ যাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। শুক্রবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মহাসড়কের নির্মাণাধীন এ অংশে দ্রুত গতির রংপুরগামী হানিফ পরিবহন ফাঁসিতলাগামী যাত্রীবাহী অটোরিক্সাকে ধাক্কা দেয়। এসময় অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায় এবং অটোযাত্রী দুখু মিয়া (৬৫), সোহাগ (২২) ও আশরাফ (৬০) নামের তিন ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। আহত ৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে অটোরিক্সাযাত্রী রিপন (৩২), সুজন (৪০) ও খোকনকে (৩৮) মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, আহত সিদ্দিক (৪০) ও মাজেদুলের (৩৮) অবস্থাও ‘ভালো নয়’।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার দৈনিক আলোকিত সকাল পত্রিকা'কে জানান, পলাতক চালক সোলায়মান আলীকে মোকামতলা থেকে এবং হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৫-২৫৯৯) কোচটি ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।