গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সদর ইউপি চেয়ারম্যান, মরহুম বীর মুক্তিযোদ্ধা মেন্হাজ উদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ও দো’আ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে পৌরশহরের রংপুর বাসষ্ট্যান্ড ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মরহুম মেন্হাজ উদ্দিনের ছেলে ফাউন্ডেশন সভাপতি এবং প্রেস কাব পলাশবাড়ীর সভাপতি মন্জুর কাদির মুকুলের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ও লোমহর্ষক স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, প্রেস কাব পলাশবাড়ীর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক সুরুজ হক লিটন, মেন্হাজ উদ্দিন ফাউন্ডেশন পরিচালক উপজেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি বকুল উদ্দিন ঈমান, দেলোয়ার হোসেন পাঠাগার প্রতিষ্ঠাতা সভাপতি মারুফ চৌধুরী, নিউ লাইফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রুবেল, পিএইচও’র প্রতিষ্ঠাতা পরিচালক মুক্তাদীর ঈমাম মিথুন, জেলা যুবলীগ নেতা গনেশ চন্দ্র রায় ও উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আকতারুজ্জামান সোহাগ, জিন্নাতুল কবির জিন্নাহ, সুজন শেখ, লিটন মিয়া ও রতন লাল। সমগ্র সভাটির সঞ্চালনায় ছিলেন সাংবাদিক রফিকুল ইসলাম রফিক। শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দো’আ পরিচালকনা করেন মোস্তাফিজুর রহমান বেলালী।