ব্রুস লি

ব্রুস লি

আপনি জানেন কি?
ইতিহাসের সবচেয়ে ক্ষীপ্রগতির  শক্তিশালি ব্যাক্তি কে ছিলেন? 

-ব্রুস লি।

তিনি একজন মার্শাল আর্টিস্ট এবং অভিনেতা।

ব্রুস লি অনেক কৌশল রপ্ত করেছিলেন। তাঁর ওজন মাত্র ৫৯ কেজি।

তাঁর একটা ঘুষির ওজন ছিল ৩৫০ পাউন্ড।
ব্রুস লি দুই হাত দিয়ে একেবারে ১৫০০ বার পুশ আপ করতে পারতেন।
এক হাত দিয়ে তিনি একেবারে ৪০০ পুশ আপ এবং হাতের দুই আঙুল দিয়ে ২০০ পুশ আপ করতে পারতেন।
শুধুমাত্র হাতের বুড়ো আঙুল দিয়ে তিনি একেবারে ১০০ বার পুশ আপ করতে পারতেন। তাঁঁর এই রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই৷

তিনি দৈনিক ২০০০ টি ঘুষি মেরে চর্চা করতেন এবং প্রতি সেকেন্ডে ৯ টি ঘুষি মারতে পারতেন৷
ব্রুস লি'র ঘুষি মারার গতি এত দ্রুত যে তা স্লো মোশন ক্যামেরায় রেকর্ড করতে হতো।
তিনি এক লাফে ৮ ফুট উপরে উঠতে পারেন।